নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেন, "ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।" তিনি বলেন, 'প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রত্যেক মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না।' ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সামরিক প্রশিক্ষণ মহড়ার নেতৃত্ব দেওয়ার পর রাষ্ট্রদূতের এই মন্তব্য আসে, যার মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হয়।