নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল রাশিয়া। ক্রেমলিনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে ভূমি, সাগর ও আকাশ-তিন জায়গাতেই সামরিক মহড়া চালিয়েছে রুশ সেনা। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।” সেই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার তরফে। সেখানে দেখা যাচ্ছে, বারেন্টস সাগর সংলগ্ন এলাকায় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। কামচাটকা অঞ্চল থেকেও মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে।