নিজস্ব সংবাদদাতাঃ ইরানে পুলিশের হেফাজতে নিহত কুর্দি নারী মাহশা আমিনির কবরস্থানের কাছে বড় ধরনের বিক্ষোভ আয়োজন করা হয়েছে। তার মৃত্যুর ৪০তম দিনে এই বিক্ষোভ আয়োজন করা হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাকেজ শহরে কয়েক হাজার নারী ও পুরুষ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে বিক্ষোভে জড়ো হয়েছেন। তারা স্লোগান দেন, ‘নারী, জীবন ও মুক্তি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’।
বুধবার সাকেজে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ও আধাসামরিক বাহিনী বাসিজ রেসিস্ট্যান্স ফোর্স-এর সদস্য মোতায়েন করা হয়। আমিনির মৃত্যুর ৪০তম দিনে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এদের মোতায়েন করা হয়। ইরানে মৃত্যুর ৪০তম দিন ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওতে দেখা গেছে, আইচি কবরস্থানে পৌঁছাতে বিক্ষোভকারীরা রোড ব্লক এড়াতে মহাসড়ক ও পাশের ক্ষেত দিয়ে হেঁটে চরছেন।