পরবের দিনেও হাতি তাণ্ডবের আশঙ্কা

author-image
Harmeet
New Update
পরবের দিনেও হাতি তাণ্ডবের আশঙ্কা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : জঙ্গলমহলের মানুষজন মেতে উঠেছে বাঁদনা বা সহরায় পরবে। আর সেই পরবের মাঝেই মেদিনীপুর সদরে হাজির দলমার দাঁতালরা। বুধবার বিকেলে মেদিনীপুর সদরের চাঁদড়ার চাঁপাশোল এলাকায় ধান জমিতে নেমে পড়ে তারা। স্থানীয়রা হুলা জ্বালিয়ে হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরত পাঠায়। বনদফতর থেকে জানা গিয়েছে, ২৫ টি হাতি রয়েছে ওই পালে। বেশ কয়েকদিন ধরে শালবনীর ভাদুতলার নোনাশোল, কালিবাসা এলাকায় দাপিয়ে বেরিয়েছে। বুধবার ভোরে চাঁদড়ার ওই জঙ্গলে প্রবেশ করে। বাঁদনা পরবের সময়ে হাতির পালের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


স্থানীয়রা জানিয়েছেন, এই সময় সারারাত ধরে বিভিন্নরকম অনুষ্ঠান থাকে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাতির পালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। তাতে যে কোনও সময় বিপদ ঘটতে পারে! তবে হাতির পালকে সরানোর জন্য তৎপর বনদফতর। বুধবার বিকেল থেকে স্থানীয় যুবকরা পরবের আমেজ ছেড়ে হুলা হাতে নেমে পড়েছে এলাকা থেকে হাতির পালকে সরাতে। জানা গিয়েছে, সন্ধে নামার আগে হাতির পালকে পিড়াকাটার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। তবে হাতির পাল না সরাতে পারলে পরবের অনুষ্ঠান পুরোটাই মাটি হবে বলে আশঙ্কা স্থানীয় জঙ্গলমহলের বাসিন্দাদের।