দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ঘরোয়া আড্ডায় অষ্টাদশ বর্ষের ছন্দ ছড়ায় কপালেস্বরীর পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হল সম্পাদক কবি ও ছড়াকার রবীন্দ্রনাথ ভৌমিক বাবুর বাড়িতে । বাড়ির ছাদে কবি সাহিত্যিকদের উপস্থিতি ও অংশগ্রহনে বেশ প্রানবন্ত হয় । সভাপতিত্ব করেন আটচল্লিশ বর্ষধরে একটানা প্রকাশিত সবং এর আলোর মেলা পত্রিকার সম্পাদক নারায়ন সামট ।
অধ্যাপক ড. নির্মল বেরা , কাঁথীর কবিতার কাগজ পত্রিকার সম্পাদক দেবাশিস প্রধান, কবি যশোদানন্দন, সেক আকবর , সুহৃদ বিলাস দাস প্রমুখ অংশ নেন। গানে শিল্পী মামনি বেরা , মনোতোষ পালের সাথে শিশু নপুরছন্দা , নিলেষজ্যোতি , মহাশ্বেতা অংশ নেয়। ছোটদের নিজের লেখা ও ছোটদের জন্য বড়দের প্রায় দুই শতাধিক লেখকের লেখায় সেজেছে উৎসব সংখ্যাটি, জানালেন সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শিক্ষক সঞ্চালক অরিজিৎ দাস অধিকারী। সবং এর প্রিয় নদী কপালেস্বরীর মতোই এই পত্রিকা সবং এর গর্বের হয়ে উঠেছে ।