নিজস্ব সংবাদদাতাঃ 'গ্রামে চলো' প্রকল্প শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের প্রায় ৪৯ শতাংশ মহিলা ভোটারের মন জয়ে প্রচারে নামছে তৃণমূল। ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েতের প্রতি কেন্দ্রে মহিলা তৃণমূল সম্মেলন করবে বলে খবর।
বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে নামছেন বুথ ভিত্তিক মহিলা তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকেই পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাঁপাতে চলেছে তৃণমূল শিবির।