Cyclone Sitrang: মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮-এ

author-image
Harmeet
New Update
Cyclone Sitrang: মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮-এ



নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং-এর জেরে বাংলাদেশে হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে এখনও অবধি মোট ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। 







বুধবার কর্মকর্তারা জানান, বাংলাদেশের উদ্ধারকর্মীরা ড্রেজার বোটের নিখোঁজ চার নাবিকের লাশ উদ্ধার করেছে, যার ফলে সাইক্লোন সিত্রাং-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। 






ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ল্যান্ডফল করেছে, কিন্তু ঝড় আঘাত হানার আগে কর্তৃপক্ষ প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে নিয়ে যেতে সক্ষম হয়েছে। সরকার বলছে, প্রায় ১০,০০০ টিনের ছাদযুক্ত বাড়ি ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ।