নিজস্ব সংবাদদাতাঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ৫ম ম্যাচ ডে-তে ম্যাকাবি হাইফা এফসির বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইন ৭-২ গোলে জয় লাভ করেছে। প্যারিস সেন্ট জার্মেইনের মিডফিল্ডার ওয়ারেন জায়েরে-এমেরি ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় অংশ নিয়েছিলেন।
Paris Saint-Germain midfielder Warren Zaïre-Emery became the youngest player in the club's history to play in the Champions League. 💪https://t.co/rw1aYx57cA
— Paris Saint-Germain (@PSG_English) October 25, 2022
২০০৬ সালের ৮ মার্চ মন্ট্রিউয়েলে (সেইন-সেন্ট-ডেনিস) জন্মগ্রহণকারী ওয়ারেন জায়েরে-এমেরি, মাত্র ১৬ বছর ৭ মাস বয়সে এই কীর্তি অর্জন করেছে। প্রাক্তন প্যারিসিয়ান তানগুই কাউসির রেকর্ডকে ভেঙেছেন তিনি। যিনি ১৭ বছর ৬ মাসে প্রতিযোগিতার প্রথম স্বাদ পেয়েছিলেন।