নিজস্ব সংবাদদাতাঃ বুধবার কংগ্রেস সভাপতির পদে অভিষেক হল মল্লিকার্জুন খাড়গের। এদিন ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দফতরে অনুষ্ঠান হয়। এদিন খাড়গে বলেন, 'আপনাদের সবাইকে আমার সঙ্গে লড়াই করতে হবে। সবাই মিলেমিশে কাজ করবে কংগ্রেসে। সংঘবদ্ধভাবে এগিয়ে যাবে দল। সোনিয়া গান্ধীকে ধন্যবাদ দলের প্রতি তাঁর অবদানের জন্য। দিনরাত পরিশ্রম করে কংগ্রেসকে সামলেছেন সোনিয়া। সোনিয়া সবসময়ে সত্যের সঙ্গে আছেন। তাঁর নেতৃত্বেই ২ বার কেন্দ্রে সরকার গঠিত হয়।'