নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ভোররাতে ঘূর্ণিঝড় সিত্রং প্রতিবেশী দেশের উপকূলে আঘাত হানে এবং ক্রান্তীয় নিম্নচাপে দুর্বল হয়ে পড়ায় বাংলাদেশের ১৩টি জেলায় এ পর্যন্ত অন্তত ২১ জন নিহত হয়েছে। ভারী বৃষ্টিপাত এবং স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসের সাথে, ঘূর্ণিঝড় সিত্ৰং-এর ফলে গাছ উপড়ে গিয়েছে, বিভিন্ন উপকূলীয় জেলায় রাস্তা ভেঙে গিয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এমনকি দেশের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।