নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট বন্যায় ৮৩টি গ্রামের প্রায় ১১০০ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবারও অসমের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাইক্লোন সিত্রাং-এর কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১৪৬ জন। কর্মকর্তাদের মতে, সিত্রাং ৩২৫,৫০১ হেক্টর ফসলের ক্ষতি করেছে। সোমবার রাতে এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের নগাঁও জেলার বিভিন্ন জায়গায় অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়েও পড়েছে। খবরে বলা হয়, মধ্য অসম জেলার কালিয়াবোর, বামুনি, সাকমুথিয়া চা বাগান এবং বোরালিগাঁও এলাকার বেশ কয়েকটি বাড়ি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের জেরে এখনও পর্যন্ত এলাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।