নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন যুদ্ধে ইসরায়েলের ‘নিরপেক্ষতার’ সমালোচনা করে দেশটিকে একহাত নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কিয়েভকে অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়ে দেশটির নেতারা আদতে ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক অংশীদারিত্বকে উৎসাহিত করছে। রুশ হামলা নস্যাৎ করে দিতে কিয়েভকে আয়রন ডোম অ্যান্টি মিসাইল প্রযুক্তি সরবরাহের জন্য তেল আবিবের প্রতি অনুরোধেরও পুনরাবৃত্তি করেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী রণক্ষেত্রে রুশদের পরাস্ত করছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নিজস্ব আয়রন ডোম নেই। আমাদের এখনও একটি আধুনিক ও কার্যকর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা আমাদের আকাশকে সুরক্ষিত রাখতে পারে। ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়াকে ‘বিরক্ত না করার’ সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। আর এজন্যই ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে রাজি নয় তারা। তবে এর মধ্য দিয়ে তারা ইরানের সঙ্গে রাশিয়ার অংশীদারিত্বকে উৎসাহিত করছে।