জ্বালানি অবকাঠামোর এক-তৃতীয়াংশ ধ্বংস হয়েছে: জেলেনস্কি

author-image
Harmeet
New Update
জ্বালানি অবকাঠামোর এক-তৃতীয়াংশ ধ্বংস হয়েছে: জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর এক–তৃতীয়াংশের বেশি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউক্রেনের পুনর্গঠন নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে একথা বলেন জেলেনস্কি। জার্মানির বার্লিনে জেলেনস্কি বলেন, ‘সামনে শীত আসছে। এ শীতে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।’ জেলেনস্কি আরও বলেন, ‘রুশ হামলায় ইউক্রেন জুড়ে অসংখ্য হাসপাতাল, বিদ্যালয়, পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। কিন্তু এসব অবকাঠামো পুনর্নির্মাণে আমরা এখনো কোনো সহায়তা পাইনি।’ চলমান যুদ্ধের কারণে আগামী অর্থবছরে ইউক্রেনের বাজেট ঘাটতির পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াতে পারে উল্লেখ করে জেলেনস্কি বলেন, এ ঘাটতি পূরণে সহায়তার বিকল্প নেই। তাই ইউক্রেনের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।