নিজস্ব প্রতিনিধি, ঘাটালঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কামদেবপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর কালীপুজোর দিন গভীর রাতে আগুন দেখতে পান এলাকার মানুষ। সাথে সাথেই খবর পেয়ে দৌড়ে আসেন এলাকার মানুষজন। সকলে এসে দেখেন বিকাশ রায় ও সুভাষ রায় নামে দুই ব্যক্তির তিনটি ধান কাটা মেশিন দাউ দাউ করে জ্বলছে। খবর দেওয়া হয় বিকাশ রায় ও সুভাষ রায় কে। স্থানীয়দের দাবি, দাহ্য পদার্থ ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথেই এলাকার মানুষ পুকুরে পাম্প মেশিন বসিয়ে এবং বালতি করে পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নেভানোর কাজ করেন। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টার পর দেখা যায় মেশিন তিনটি আগুনে পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। বিকাশবাবু ও সুভাষ বাবুর দাবি, তিনটি ধান কাটা মেশিনের আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা যা পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আছে ঘাটাল থানার পুলিশ। সুভাষ বাবুর অভিযোগ, গ্রামেরই রাজু দোলুই নামে এক যুবক পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনায় ঘটিয়েছে। অভিযোগ পেয়ে ঘাটাল থানার পুলিশ রাজু দোলৃইকে আটক করেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।