নিজস্ব সংবাদদাতাঃ বেলজিয়ামের অধিনায়ক এডেন হ্যাজার্ড মনে করেন যে বেলজিয়ামের শিরোপা জেতা খুব দরকার। কারণ গত ১০ বছর ধরে তাদের 'গোল্ডেন জেনারেশন' বলে আখ্যায়িত করা হয়েছে।
হ্যাজার্ড, থিবাউট কোর্টোইস, কেভিন ডি ব্রুইন এবং রোমেলু লুকাকুর মতো খেলোয়াড়দের জাতীয় দলে রয়েছেন। স্বভাবতই বেলজিয়ামের প্রতি ফুটবল অনুরাগীদের প্রত্যাশা এখনও বেশি। "আমাদের লক্ষ্যকে আরও তুলে ধরতে হবে। ২০১৮ সালের চেয়ে ভালো করার চেষ্টা করব," হ্যাজার্ড ফিফা ওয়েবসাইটকে বলেছেন।