নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'সিত্রাং'। এদিকে দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। আজ আসাম, মেঘালয় ও নাগাল্যান্ডের অবশিষ্ট অংশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বেশিরভাগ অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেইসঙ্গে আগামী ৬ ঘণ্টায় দক্ষিণ আসাম ও তৎসংলগ্ন মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় ঘণ্টায় ২৫-৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।