নিজস্ব সংবাদদাতাঃ খাতায় কলমে সেনেগাল হয়তো কাতার বিশ্বকাপের অনেক দলের থেকে পিছিয়ে থাকবে। কিন্তু মাঠের লড়াইয়ে সেনেগাল প্রতিপক্ষকে বেশ বেগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। সেনেগালের অন্যতম প্রধান ফুটবলার সাদিও মানে।
এছাড়াও দলে রয়েছেন অ্যাডামা কুলিবালি, মেনডির মতো ফুটবলাররা। মানে-মেনডিদের রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা। এছাড়াও সেনেগাল স্কোয়াডের একাধিক ফুটবলের বিশ্বের নামকরা বিভিন্ন দলে।