নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় 'সিত্রাং'-এর সতর্কতার মধ্যে দক্ষিণ ২৪ পরগণার বকখালি সমুদ্র সৈকতের উপকূলে জলোচ্ছ্বাস আঘাত হেনেছে। সিভিল ডিফেন্সের আধিকারিক সন্তু দাস জানিয়েছেন, 'আমরা পর্যটক ও স্থানীয়দের সমুদ্রের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করছি।' ইতিমধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে প্রাণহানি হয়েছে বাংলাদেশে। এছাড়া হাওয়ার দাপটে একাধিক বাড়ি ধ্বংস হয়েছে।