নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল হালান্ড ম্যাজিক। রেকর্ড রেটে গোল করে চলেছেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রায় প্রতি ম্যাচেই গোল করেছেন, একাধিক হ্যাটট্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়েরার, দিদিয়ের দ্রোগবা, থিয়ে হেনরি, কার্লোস তেভেজরাও এই হারে নিজেদের সেরা সময়ে গোল করতে পারেননি। প্রিমিয়ার লিগের পক্ষ থেকে প্রকাশিত পোস্ত অনুযায়ী, হালান্ড এমন কিছু করে দেখাচ্ছেন, যেটা আগে কখনও হয়নি।