নিজস্ব সংবাদদাতাঃ ইস্টবেঙ্গল শিবিরে উৎসবের রেশ। পুজোর দিনে অনুশীলন চললেও কালী পুজো পরিক্রমায় গিয়েছিলেন লাল হলুদ শিবিরের দুই ফুটবলার- জেসিন টিকে এবং অতুল উন্নিকৃষ্ণান। শ্রী কলোনি সবুজ সংঘে গিয়েছিলেন এই দুই উঠতি তারকা। দুজনেই দক্ষিণ ভারতের ফুটবলার। জেসিন টিকে সন্তোষ ট্রফিতে নিজের জাত চিনিয়েছেন। অতুল ইস্টবেঙ্গলের হয়ে ঘরোয়া কিছু ম্যাচে ইতিমধ্যে নজর কেড়েছেন।