রানি দ্বিতীয় এলিজাবেথের ঘোড়া বিক্রি করলেন রাজা চার্লস

author-image
Harmeet
New Update
রানি দ্বিতীয় এলিজাবেথের ঘোড়া বিক্রি করলেন রাজা চার্লস

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস বেশ কয়েকটি রেসের ঘোড়া বিক্রি করলেন। এসব ঘোড়া উত্তরাধিকার সূত্রে তাঁর মা সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পেয়েছিলেন তিনি। রানি এলিজাবেথের রেসের ঘোড়া পালনের শখ ছিল। তিনি ঘোড়দৌড়ে অনেক আগ্রহী ছিলেন। সোমবার নিলামকারী প্রতিষ্ঠান টেটারসলস রানি এলিজাবেথের ১৪টি ঘোড়াশাবক বিক্রি করে। উন্নত জাতের এসব ঘোড়ার প্রশিক্ষক স্যার মাইকেল স্টটে। বিভিন্ন সময় রেসে বিজয়ী শতাধিক ঘোড়ার প্রশিক্ষক ছিলেন তিনি। 


টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ বলেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতি বছরই রাজপরিবার কিছু ঘোড়া বিক্রি করে থাকে। রানি এলিজাবেথের অনেক ঘোড়া শাবক ছিল। এতগুলো ঘোড়া আস্তাবলে রেখে দেওয়া সম্ভব নয়। তবে জিমি জর্জ একথা স্মরণ করিয়ে দেন, রানির ঘোড়া বিক্রি করে দেওয়া মানে ঘোড়দৌড়ের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। তিনি বলেন, মজুদ থাকা পণ্য প্রতিবছরই মালিক বিক্রি করেন। রাজা চার্লসও সেরকমই করছেন।