মিয়ানমারে বিদ্রোহীদের কনসার্টে বিমান হামলায় নিহত ৫০

author-image
Harmeet
New Update
মিয়ানমারে বিদ্রোহীদের কনসার্টে বিমান হামলায় নিহত ৫০

নিজস্ব সংবাদদাতাঃ মিয়ানমারের বৃহত্তম জাতিগত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কানসি গ্রামে কেআইএ আয়োজিত একটি কনসার্টে তিনটি বোমা ফেলেছে উড়োজাহাজ। গ্রামবাসীদের কয়েকজন জানিয়েছেন, অভিযান শুরুর আগে কোনও সতর্ক সংকেত দেওয়া হয়নি। 


স্বায়ত্তশাসনের দাবিতে কাচিন বিদ্রোহীদের সশস্ত্র সংগ্রাম শুরুর ৬২তম বার্ষিকী উদযাপনের জন্য কানসি গ্রামে এই কনসার্ট আয়োজন করা হয়েছিল। বোমা বিস্ফোরিত হলে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও কনসার্টের দর্শকরা হতাহত হন। নিহতদের মধ্যে চারজন জনপ্রিয় কাচিন সংগীতশিল্পী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, আহতদের কাছের শহর হপাকান্তে নিয়ে যেতে চিকিৎসাকর্মীদের বাধা দিয়েছে সেনাবাহিনী।