নিজস্ব সংবাদদাতাঃ কেনিয়াতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন পাকিস্তানের এক জনপ্রিয় সাংবাদিক আরশাদ শরিফ। সোমবার টুইট করে একথা জানান তাঁর স্ত্রী জাভেরিয়া সিদ্দিকি। কেনিয়ার পুলিশ সূত্রে তিনি একথা জানতে পেরেছেন বলেও জানান। সোমবার এপ্রসঙ্গে জাভেরিয়া সিদ্দিকি টুইট করেন, আজকে আমি বন্ধু, স্বামী ও আমার প্রিয় সাংবাদিককে হারিয়ে ফেলেছি। পুলিশের দেওয়া খবর অনুযায়ী, তাঁকে কেনিয়াতে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের গোপনীয়তার স্বার্থে দয়া করে আমাদের পরিবারের ছবি, ব্যক্তিগত তথ্য ও আমার স্বামীর হাসপাতালের শেষ সময়ের ছবি ব্রেকিংয়ের নামে শেয়ার করবেন না। শুধুমাত্র প্রার্থনা করেই আমাদের স্মরণ করুন।
এদিকে কেনিয়ার সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, শরিফের মৃত্যু একটি দুর্ঘটনার ফলে হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কেনিয়ার দূতাবাসের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাকিস্তানের এই জনপ্রিয় সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়ার পরেই সেদেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অনেক সাংবাদিকও শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রাক্তন সাংসদ ফারানাজ ইস্পাহানি গভীর শোকপ্রকাশ করে বলেছেন, এটা খুব বড় একটা ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।