নিজস্ব সংবাদদাতাঃ সোমবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে সিত্রাং নামে ঘোষিত ঘূর্ণিঝড় গত ৬ ঘণ্টায় ২৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং সোমবার ও মঙ্গলবারের মধ্যবর্তী রাতে বরিশালের কাছে তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যবর্তী সময়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।' বাংলাদেশের উপকূলরেখার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ৬ ফুট পর্যন্ত একটি বিপজ্জনক ঝড় হবে জানা গিয়েছে। তারপর তা উত্তর ভারতে চলে যাবে।