নিজস্ব সংবাদদাতাঃ কালীপুজোর মাঝেই আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এই দুর্যোগের আশঙ্কার মাঝে বাংলাদেশে ল্যান্ডফল হওয়ার কথা উল্লেখ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "২৫ অক্টোবার পর্যন্ত বাংলায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দনবন-সহ যে সকল এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সকল এলাকায় সরকারের তরফে বন্দ্যোবস্ত করা হয়েছে।" এদিন মমতা বলেন, 'একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সুতরাং সকলে কালীপুজোতে আনন্দ করুন, দীপাবলি করুন। কিন্তু দেখে রাখবেন, ঝড়-বৃষ্টি বেশি হলে ঘরে থাকাটাই ভালো। অল্প বৃষ্টি হলে, ঠিক আছে, আপনি গেলেন, ঘুরলেন, চলে আসলেন। তবে ওয়েদারটা কাল ভোর থেকে আরও বেশি খারাপ হবে।'