নিজস্ব সংবাদদাতাঃ ১৯৭১ সালে সুনাকের দাদু-ঠাকুমার দ্বারা সহ-প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের হিন্দু মন্দিরের সভাপতি বলেন, "ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য একটি বারাক ওবামার মুহূর্ত"। সাউদাম্পটনের বৈদিক সোসাইটি হিন্দু মন্দিরের সভাপতি সঞ্জয় চন্দ্রানা বলেন, "এটা অবশ্যই আমাদের জন্য গর্বের মুহূর্ত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দেশের সর্বোচ্চ পদ গ্রহণকারী মন্দিরের অন্তর্গত কেউ।" তিনি আরও বলেন, "এটা আমাদের জন্য বারাক ওবামার মুহূর্ত। একজন দক্ষিণ এশীয়, ভারতীয়, যুক্তরাজ্যের বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। এই খবর শুনে এখানকার সবাই খুব রোমাঞ্চিত।"