সিত্রাং:চালু হলো হেল্পলাইন নম্বর

author-image
Harmeet
New Update
সিত্রাং:চালু হলো হেল্পলাইন নম্বর

নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরায় বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের তরফে ইতিমধ্যেই চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর।যার মধ্যে আগরতলা মিউনিসিপাল করপোরেশন (AMC) হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর – ৯৮৬৩০১৬৬৫, এসডিএম কন্ট্রোল রুম সদর(আগরতলা) – ০৩৮১-২৩২৫৯৩৭, ট্রাফিক কন্ট্রোল – 





৭০০৫২৪৪৪৭১, TSECL হোয়াটসঅ্যাপ – ৯৮৬৩৫৯৬০৮১, বিদ্যুতের হেল্পলাইন –৯১২ / ০৩৮১-২৩১০১০৭ যে কোন আপাতকালীন পরিস্থিতিতে রাজ্যবাসীকে সাহায্যের জন্য এই নম্বরে যোগাযোগ করার জন্য প্রশাসনের তরফে জানানো হয়েছে।সেই সঙ্গে ত্রিপুরার জন্য ১১৯ জন NDRF কর্মী নিয়োগ করা হয়েছে।ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন ৬৯ জন NDRF কর্মী।