নিজস্ব সংবাদদাতা : অর্চনা নাগ ব্ল্যাকমেলিং মামলা এবং বিজেডি জেলা পরিষদের সদস্যকে হত্যার ঘটনায় রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবন ঘেরাও করার হুমকি দিয়েছে বিরোধী বিজেপি।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ হরিচন্দন বলেছেন, ওড়িশা পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ৩১ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।