cyclone sitrang:ত্রিপুরায় পৌঁছলো ৬৯ NDRF কর্মী

author-image
Harmeet
New Update
cyclone sitrang:ত্রিপুরায় পৌঁছলো ৬৯ NDRF কর্মী

নিজস্ব প্রতিনিধি- সাইক্লোন সিত্রাং এর কথা মাথায় রেখে তোড়জোড় শুরু হয়ে গেছে ত্রিপুরায়,ইতিমধ্যেই ত্রিপুরার জন্য ১১৯ জন NDRF কর্মী নিয়োগ করা হয়েছে।তার মধ্যে আজ দুপুরের বিমানে 





৬৯ জন NDRF কর্মী ত্রিপুরায় এসে পৌঁছেছেন, বাকি NDRF কর্মীরা বিকেলের মধ্যে রাজ্যে এসে পৌঁছুবেন বলে জানা গেছে।ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।