নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী পদের জন্য ঋষি সুনাককে প্রকাশ্যে ১৭৮ জন কনজারভেটিভ সাংসদ সমর্থন জানিয়েছেন। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ নেওয়া সময়ের অপেক্ষা মাত্র।
/)
তবে জানেন কি ঋষির বিপক্ষে কত জন প্রকাশ্যে সমর্থন করেছেন পেনি মর্ডান্টকে? ঋষির বিপরীতে পেনি মর্ডান্টকে মাত্র ২৬ জন সাংসদ প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।