নিজস্ব সংবাদদাতাঃ চুল পাকার সমস্যা এখন যে কোন বয়সেই লক্ষ করা যায়। পাকা চুল ঢাকতে নানা কেমিক্যাল রং ব্যবহার করে থাকেন কেউ কেউ। তবে অনেকে চুলে কেমিক্যাল রং দিতে পছন্দ করেন না। তাদের জন্যে সমাধান রয়েছে চা পাতায়। জেনে নিন চা পাতা কীভাবে চুলের সাদা ভাব ঢাকবে।
১) এক কাপ জলে ছয় চামচ চা পাতা দিয়ে কড়া করে লিকার বানিয়ে নিন। সেটি ঠাণ্ডা করে মাথায় লাগিয়ে নিয়ে। ৩০ মিনিট রেখে উষ্ণ গরম জলে চুল ধুয়ে ফেলুন। চা'য়ের মধ্যে থাকা ট্যানিক অ্যাসিড চুলের রং ফেরাতে সাহায্য করে।
২) তিন কাপ জলে দুটি টি ব্যাগ এবং তিন চামচ কফি দিয়ে পাঁচ মিনিট ফোটান। তারপর ঠাণ্ডা করে মাথায় লাগিয়ে ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।