নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর : জেলা পুলিশের নির্দেশে গোয়ালতোড় থানার পুলিশের উদ্যোগে ছৌ নৃত্যের মাধ্যমে শব্দবাজি নিয়ে সচেতনতা শিবির। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে গোয়ালতোড় থানার পুলিশের উদ্যোগে শব্দবাজি সম্পর্কে সাধারন মানুষকে ছৌ নৃত্যের মধ্য দিয়ে সচেতন করল গোয়ালতোড় থানার পুলিশ। গোয়ালতোড় বাস স্ট্যান্ড এলাকায় সুদূর পুরুলিয়ার ছৌ নৃত্যের দলের নৃত্যনাট্য এর মধ্য দিয়ে শব্দবাজির ফলে একদিকে যেমন পরিবেশ দূষনের মাত্রা বাড়ায় তার প্রভাব সম্পর্কে সচেতন করা হয়, পাশাপাশি শব্দবাজি ফাটাতে গিয়ে অসতর্কতার ফলে মানুষের অঙ্গহানির বিষয়টিও তুলে ধরা হয় সাধারন পথচলতি মানুষদের কাছে।
এদিনের এই ছৌ নাচ দেখতে রাস্তার পাশে ভীড় জমায় সাধারন পথচলতি মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। পাশাপাশি গোয়ালতোড় থানার এই কর্মসূচির ফলে সাধারন মানুষের মধ্যে শব্দবাজি প্রসঙ্গে অনেকখানি সচেতন করা সম্ভব হবে বলেই মনে করছেন এলাকার সমাজ সচেতন মানুষেরা।