নিজস্ব সংবাদদাতা : প্রতিবারের মতো এবছরে কালীপুজোয় অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে রীতি মেনে শুরু হয়েছে পুজোর তোরজোর।নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। শ্রেষ্ঠ সতীপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা। জানা যায়, একান্ন পীঠের অন্যতম কামাখ্যায় পড়েছিল মায়ের যোনি।শ্রেষ্ঠ সতীপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা।
সারা দেশ থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। এদিন দেবী মাকে মহাস্নান করিয়ে, ষোড়শপচারে ভোগ নিবেদন করা হয়। এরপর মহা বলিদান। মাছ ভোগ ও বলিদানের মহপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। সকাল ৭টার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এখানে শুধু দর্শন নয়, মাকে স্পর্শ করে পুণ্যলাভ করতে আসেন ভক্তরা।