নিজস্ব সংবাদদাতা : চোখ রাঙাচ্ছে সিত্রাং। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়টি। ক্রমে বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টায় সিত্রাং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ল্যান্ডফল করবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।