New Update
নিজস্ব সংবাদদাতাঃ সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাজ্য ক্রিকেট সংস্থার শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়া থেকে সরে দাঁড়ানোর পরে। আর এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন খোদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হবু সভাপতি। তিনি বলেন,' সৌরভ যখন বিসিসিআই থেকে ফিরে এসেছিলেন, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নির্বাচন হলে তিনি সিএবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু পরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সিদ্ধান্ত নেন। কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন। এখানে সব ক্লাবই পরিবারের মতো। সিএবি-তে, প্রতিবার আমরা সিলেকশন দেখি ইলেকশন নয়। আমরা নির্বাচনে বিশ্বাস করি না। এটি সিএবি-র প্রবণতা এবং এটি চলছে। আমরা জানি যে. প্রতিটি অংশ আমাদের পরিবারের মতো।'
latestnews
snehasish ganguly
bengalinews
sourav ganguly
breakingnews
importantnews
westbengal
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
TrendingNews
anmnews
news
bengal
india
kolkata
kolkatanews
cab