নিজস্ব সংবাদদাতাঃ এবার কর্ণাটকে হবে মল্লিকার্জুন খাড়গের অগ্নিপরীক্ষা। কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে দুই দশক পর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেস থেকে পরিবারতন্ত্রের তকমা সরাতে রাহুল নিজে নির্বাচনে লড়েননি, প্রিয়ঙ্কা গান্ধীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেননি।
এভাবেই ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেয়েছে কংগ্রেস। ৯০ শতাংশ ভোট পেয়ে সাংসদ শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির পদ নির্বাচন করে লড়াইয়ের পথে এগিয়ে যাওয়ার জন্য দল হয়তো পদক্ষেপ করেছে, কিন্তু নতুন সভাপতি হওয়া মল্লিকার্জুন খাড়গেকে চ্যালেঞ্জের দীর্ঘ তালিকা রয়েছে।