জেনে নিন কালিপুজোয় মেট্রোর ' বিশেষ' সময়সূচী

author-image
Harmeet
New Update
জেনে নিন কালিপুজোয় মেট্রোর  ' বিশেষ'  সময়সূচী

নিজস্ব সংবাদদাতা- বাঙালির কাছে দুর্গোৎসব হোক বা কালিপুজো। উৎসাহ উদ্দীপনার শেষ থাকে না কখনোই। মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড় জমবে। আর তাই যাতে যাতায়াতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালিপুজো এবং দীপাবলি উপলক্ষে মাঝরাত অবধি মেট্রো পরিষেবা চালু থাকবে। রাত ১২ টায় শেষ ট্রেন ছাড়বে। 



কালীপুজোর দিন আপ- ডাউন মিলিয়ে মোট ২০০ টি ট্রেন চালানো হবে। তার মধ্যে ৬ জোড়া বিশেষ ট্রেনও চলবে। সেদিন বিশেষ ট্রেন রাত ৯টা ৫৪ মিনিটে ও দক্ষিণেশ্বর থেকে বিশেষ ট্রেন রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। ২৫ অক্টোবর অর্থাৎ দীপাবলির দিন ১৮৮টি মেট্রো অর্থাৎ আপ এবং ডাউনে ৯৪ টি করে ট্রেন চলবে। ওই দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ বিশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩৫ মিনিটে। এ ছাড়া কালীপুজো এবং দীপাবলির দু’দিনই মেট্রো রেলের নিয়মিত পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে।