বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়া : কালিপুজোর থিমে ধরা দেবে বুর্জ খালিফা। বাঁকুড়ায় এবার হয়েছে এমনই এক প্যান্ডেল। কালী-কার্তিকের শহর সোনামুখীতে নবমধ্যম কালীমাতা পুজো কমিটির আড়াইশো বছরের নিবেদন 'বুর্জ খালিফা'।
বাঁকুড়া জেলার এক সু-প্রাচীন জনপদ সোনামুখী ঐতিহ্যবাহী কালী-কার্তিকের শহর নামে পরিচিত সারা পশ্চিমবঙ্গ বাসীর কাছে। এই প্রাচীন পৌরশহরে শুধুমাত্র ঐতিহ্যবাহী যে কালীপুজোর নিদর্শন পাওয়া যায় তা নয় এর পাশাপাশা থিমের চমকও দেখতে পাওয়া যায়। সোনামুখী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নবমধ্যম কালী মাতা পুজো কমিটি, ক্লাব পাঞ্চজন্য এর পরিচালনায় এই বারের থিম সাজিয়েছে 'বুর্জ খালিফা'। পৃথিবীর সবচাইতে উচ্চতম বিল্ডিং প্রতিকৃতির মাধ্যমে স্থান পেয়েছে কালী মাতার মন্ডপে।উদ্যেক্তারা জানাচ্ছেন তাদের পুজো প্রায় ২৫০ বছর ধরে হয়ে আসছে, এই বছর তাদের ভাবনায় এই থিম ফুটে উঠেছে, তাদের মোট বাজেট ৭ লক্ষ টাকা। এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নরনারায়ন সেবা সবই হয়। সবে মিলে থিমের চমক এবং ঐতিহ্যের মেলবন্ধন কে দেখতে পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে শুরু করে মফঃস্বলের মানুষ ভিড় জমান।