সিত্রাং মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন, খোলা হল কন্ট্রোল রুম

author-image
Harmeet
New Update
সিত্রাং মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন, খোলা হল কন্ট্রোল রুম





নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর:
ঘূর্ণিঝড় সিত্রাং আসছে। সম্ভাব্য সব থেকে বেশি প্রভাব পড়তে পারে দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে। সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের একটা অংশেও। তাই সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলা করতে সেই অংশ ছাড়াও মেদিনীপুর শহরেও ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুলে প্রস্তুত হলো মেদিনীপুর পৌরসভা। শিফটিং ডিউটিতে অপেক্ষমান সিভিল ডিফেন্স।



ফণি, যশ, আমফান ঝড় গুলির প্রভাব পশ্চিম মেদিনীপুরেও পড়েছিল। জেলার দাঁতন মোহনপুর সহ খড়গপুর মহকুমার বিস্তীর্ণ এলাকাতে এর প্রভাবে অনেকটা ক্ষতি হয়েছিল। সমুদ্র উপকূলবর্তী ওই এলাকা ছাড়াও সুবর্ণরেখার নদী সংলগ্ন এলাকাতে প্রভাব পড়েছিল। তাই প্রশাসনের পক্ষ থেকে ওই সংলগ্ন এলাকাকে সতর্ক করা হয়েছে। প্রভাব পড়েছিল মেদিনীপুর শহরেও।



শনিবার বিকেল থেকেই তাই প্রশাসনের নির্দেশ মেনে কন্ট্রোল রুম খুলে সিভিল ডিফেন্সের টিম সহ পাঁচটি দল তৈরি করে প্রস্তুত হয়েছে মেদিনীপুর পৌরসভা। রীতিমতো কন্ট্রোল রুম খুলে সমস্ত ভাবে প্রস্তুত থাকছে এই সমস্ত কর্মীরা। আগামী ২৫ তারিখ পর্যন্ত তৎপরতা তাদের থাকবে বলে জানিয়েছেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শৈবাল গিরি।