নিজস্ব সংবাদদাতাঃ বাগডোগরায় চা বাগানের রিজার্ভারে কার্যত হাবুডুবু খেল চিতাবাঘ। তবে বনকর্মীরা পৌঁছানোর আগেই মৃত্যু হল প্রাণীটির। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির। অন্যান্য দিনের মতোই রবিবার সকালে বাগডোগরা সংলগ্ন হাঁসখোয়া চা বাগানে কাজে যান শ্রমিকরা। তাঁরাই দেখতে পান বাগানের ভিতরে রিজাভার্রে কার্যত হাবুডুবু খাচ্ছে একটি চিতাবাঘ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনকর্মীদের। এদিকে প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায়। চিতাবাঘটি উপরে উঠে আসার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি। বনকর্মীরা পৌঁছানোর আগেই মৃত্যু হয় প্রাণীটির। পরে বনকর্মীরা গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। ইতিমধ্যে মৃত চিতাবাঘটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে প্রাণীটির।