নিজস্ব সংবাদদাতাঃ চীনে ঐতিহাসিকভাবে তৃতীয় মেয়াদে নেতৃত্ব নিশ্চিত করলেন শি জিনপিং। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর চীনের সবচেয়ে শক্তিশালী শাসক মাও সে-তুংয়ের পরই শি'র অবস্থান পোক্ত হলো। মাও গণপ্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠাতা।আজ রবিবার চীনা কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটি আবারও শি'কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। নির্বাচিত হওয়ার পর শি জিনপিং গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘চীনকে বিশ্বের প্রয়োজন। চীন বিশ্বকে ছাড়া উন্নতি করতে পারবে না। আবার বিশ্বেরও চীনকে প্রয়োজন।’ কংগ্রেসে দেওয়া বক্তব্যে শি জিনপিং আরও বলেন, 'সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরেরও বেশি সময় পর আমরা দুটি অলৌকিক ঘটনা ঘটিয়েছি। এর একটি হলো দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘস্থায়ী সামাজিক স্থিতিশীলতা।'