নিজস্ব সংবাদদাতা: আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে হাজার হাজার পরিযায়ী পাখির আগমন ঘটেছে।
এই বিষয়ে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের গবেষণা কর্মকর্তা রবীন্দ্র শর্মা বলেছেন, "গত বছর নভেম্বরে এখানে পরিযায়ী পাখি এলেও এই বছর কয়েক প্রজাতির পাখি আসতে শুরু করেছে। আমরা জাতীয় উদ্যানের বুড়াপাহাড়, বাগোরি এবং আগোরাতোলি এলাকায় এই পরিযায়ী পাখিগুলি দেখেছি"।
ফলে এই বছর ভ্রমণ প্রিয় মানুষদের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অন্যতম আকর্ষণীয় ভ্রমণ স্থান হয়ে উঠবে বলে মনে করছেন তিনি।