ইরানের আন্দোলনে সংহতি জানিয়ে জার্মানির বার্লিনে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
ইরানের আন্দোলনে সংহতি জানিয়ে জার্মানির বার্লিনে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ গত ১৬ সেপ্টেম্বরে ইরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির (২২) মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। তেহরানের রাজপথ ছাড়িয়ে জার্মানির বার্লিনেও বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়। ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়ে স্লোগান দেন অনেকে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছে তারা। বিবৃতিতে ইরানিয়ানস ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস গ্রুপ ইরানের রাষ্ট্রদূতদের বহিষ্কারের আহ্বান জানিয়েছে। এদিন বার্লিনের র‍্যালিতে ৮০ হাজারের বেশি নারী-পুরুষ অংশ নেন।