নিজস্ব সংবাদদাতাঃ ইউনিসেফ জানিয়েছে, পাকিস্তানে বিধ্বংসী বন্যার পর, স্বাস্থ্যকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্থ এলাকায় শিশুদের মধ্যে গুরুতর তীব্র অপুষ্টির উদ্বেগজনক মাত্রা দেখা গিয়েছে। ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধু ও বেলুচিস্তানের বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া পাঁচ বছরের কম বয়সী প্রতি ৯ জন শিশুর মধ্যে ১ জনেরও বেশি শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘের সংস্থা জানিয়েছে, '২০২২ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ২২,০০০-এরও বেশি শিশুকে স্বাস্থ্য পেশাজীবীরা বন্যাকবলিত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পরীক্ষা করেছেন, তাদের মধ্যে ২,৬৩০ জনেরও বেশি শিশু গুরুতর অপুষ্টিতে আক্রান্ত হয়েছে।"