পঞ্চায়েত কৌশল! ঝাড়গ্রাম জেলায় পদ্ম শিবিরের বিজয়া সম্মিলনী

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত কৌশল! ঝাড়গ্রাম জেলায় পদ্ম শিবিরের বিজয়া সম্মিলনী

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বিধানসভার ভোটের পরেই মুষড়ে গিয়েছিল বিজেপি। বর্তমানে নানান দূর্নীতিতে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী গ্রেফতারের পর ফের সক্রিয় হয়েছে বিজেপি। লাগাতার সভা, মিছিল করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফের বাংলা দখল নিতে মরিয়া বিজেপি। তাই পঞ্চায়েত ভোটের আগে লাগাতার কর্মসূচির মাধ্যমে কর্মীদের মনোবল ফেরাতে চাইছে বিজেপির রাজ্য থেকে জেলা নেতৃত্ব। 


ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ এলাকায় বিজেপির পক্ষ থেকে দুঃস্থ মানুষদের বস্ত্রদান কর্মসূচি ও বিজয়া সম্মিলনী পালন করল সাঁকরাইল মন্ডলের বিজেপি নেতৃত্ব। এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক ও লাউদহ অঞ্চল বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সভা ও কর্মসূচি পালন করা হয়। 


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাঁকরাইল ব্লকের সাঁকরাইল মন্ডল বিজেপি সভাপতি জিতেন সিং সহ বিজেপি নেতৃত্বরা। মূলত পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করছে ব্লক বিজেপি নেতৃত্ব। এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে একযোগে তৃণমূলকে একাধিক ভাবে আক্রমণ করে বিজেপি নেতৃত্বরা।