ইরানে নারীদের বিক্ষোভের সমর্থনে ওয়াশিংটনে মিছিল-সমাবেশ

author-image
Harmeet
New Update
ইরানে নারীদের বিক্ষোভের সমর্থনে ওয়াশিংটনে মিছিল-সমাবেশ

নিজস্ব সংবাদদাতাঃ ইরানে গত মাসে পুলিশি হেফাজতে মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ওয়াশিংটনে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। বিক্ষোভ মিছিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে অনেকে ছিলেন ইরানি বংশোদ্ভূত। আবার ইরানে কখনো যাননি—এমন অনেকেও বিক্ষোভে অংশ নিয়েছেন। ওয়াশিংটনে বিক্ষোভকারীরা ন্যাশনাল মল থেকে হোয়াইট হাউসের উদ্দেশে মিছিল বের করেন। মিছিলে ‘নারী, জীবন, স্বাধীনতা’ এবং ‘ইরানের জন্য ন্যায়বিচার’ বলে স্লোগান দেওয়া হয়। 


জানা গিয়েছে, ওয়াশিংটনে মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ইরানে নারীদের প্রতিবাদে সংহতি জানিয়ে ওয়াশিংটনে এ ধরনের বিক্ষোভ পঞ্চমবারের মতো হচ্ছে। ইরানে নারীদের নেতৃত্বে ষষ্ঠ সপ্তাহের মতো বিক্ষোভ চলছে।