নিজস্ব সংবাদদাতাঃ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগামী নভেম্বরে পাকিস্তান ও চীন তিনটি নতুন করিডোর শুরু করতে যাচ্ছে। এছাড়াও কয়েক বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) শুরু করতে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণের পর আগামী মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চীন সফরের সময় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, স্বাস্থ্য ও ডিজিটাল করিডোর সহ এসব প্রকল্প বেইজিংয়ে চায়না ইকোনমিক নেটের (সিইএন) সঙ্গে কথা বলার সময় চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মইনুল হক ঘোষণা করেন। তিনি বলেন, "সফটওয়্যার উন্নয়নের ক্ষেত্রে আমরা চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তার উৎস হয়ে উঠব। সুতরাং, আইটির বিভিন্ন ক্ষেত্রে সফটওয়্যার বিকাশের জন্য আমরা পাকিস্তানে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য একসাথে কাজ করছি।"