নিজস্ব সংবাদদাতাঃ এই মিছিল বন্ধে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করে পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি আগামী বৃহস্পতি বা শুক্রবার তার 'হাকিকি আজাদি মার্চ'-এর তারিখ ঘোষণা করবেন। অন্য দিকে, 'আজাদি মার্চ' ঠেকাতে ৭০০-র বেশি কন্টেনার বাজেয়াপ্ত করেছে প্রশাসন। রাজধানী পুলিশ জানিয়েছে, লং মার্চের সময় রাজধানী সিল করার জন্য তারা প্রায় ১,১০০ কনটেইনার পরিচালনা করবে। এর মধ্যে ৫২৫টি কন্টেইনার ২২টি ভিন্ন ভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে।
এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, "সরকার যদি পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা না করে তবে অক্টোবরে আমার পদযাত্রা অনুষ্ঠিত হবে।" পিটিআই প্রধান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, 'সরকারবিরোধী এই মিছিলের জন্য জাতির প্রতি তার আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নামবে।'