নিজস্ব সংবাদদাতাঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল কালীপুজোর সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। হাওয়া অফিস জানিয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে ৪৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও সাগর দ্বীপ থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ।