১৭ নম্বর গোল হয়ে গেল হালান্ডের

author-image
Harmeet
New Update
১৭ নম্বর গোল হয়ে গেল হালান্ডের
নিজস্ব সংবাদদাতাঃ আরও একবার লক্ষ্যভেদ করলেন এর্লিং হালান্ড। ব্রাইটনের বিরুদ্ধে এখন এগিয়ে ম্যানচেস্টার সিটি। ইতিমধ্যে সিটির হয়ে দুটি গোল করেছেন হালান্ড। এই নিয়ে সিটির জার্সিতে হালান্ডের ১৭ তম গোলটি করা হয়ে গেল। সেই সঙ্গে ইতিমধ্যে তাঁর নামের পাশে রয়েছে একাধিক হ্যাটট্রিক। বিরতির আগে জোড়া গোল হয়ে গেল নরওয়ের এই তারকার। একটি গোল পেনাল্টি থেকে।